বিদিশার সঙ্গে সম্পর্ক নিয়ে নীরবতা ভাঙলেন প্রেমিক অনুভব
মডেল বিদিশা দে মজুমদারের রহস্যজনক মৃত্যুর পর অবশেষে নীরবতা ভেঙেছেন তার প্রেমিক অনুভব বেরা। পেশায় জিম ট্রেনার অনুভব ঝাড়গ্রামের বাসিন্দা।
গত বুধবার নাগের বাজারের ফ্ল্যাট থেকে বিদিশার মরদেহ উদ্ধার হওয়ার পর থেকেই অনুভবের নাম সামনে আসে। প্রেমের সম্পর্কে খুশি ছিলেন না বলেই কি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বিদিশা? এমন প্রশ্নও উঠেছে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলে।
অনুভবের দাবি আলাপ হওয়ার পর প্রথম দিন থেকেই তিনি বুঝেছিলেন বিদিশা হতাশায় ভুগছেন। তার দাবি, একের পর এক অডিশনে বিদিশাকে বাতিল করা হচ্ছিল, তাই তিনি ক্রমশ হতাশ হয়ে পড়ছিলেন। আগেও যে বিদিশা কয়েক বার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন, সে কথা উল্লেখ করেছেন অনুভব। তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই তার সঙ্গে বিদিশার পরিচয় হয়। তবে প্রেমের সম্পর্কের কথা মানছেন না অনুভব। তার দাবি বন্ধু হিসেবে বিদিশার পাশে থাকার চেষ্টা করতেন তিনি। বন্ধুত্ব বাড়লে একসময় বিদিশাই জানান যে তিনি অনুভবকে ভালবাসেন।
ইতিমধ্যেই অনুভব-বিদিশার শারীরিক সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে। বিদিশার বান্ধবী দিয়া ও অনুভবের একটি কল রেকর্ডিং ফাঁস হয়েছে, যেখানে দিয়াকে বলতে শোনা যাচ্ছে বিদিশার সঙ্গে অনুভবের শারীরিক সম্পর্ক ছিল। যদিও সে কথা অস্বীকার করছেন অনুভব। তবে সংবাদমাধ্যমের সামনে সেই প্রশ্নের উত্তর দিতে চাননি তিনি।
অনুভব জানান, এ বিষয়ে তিনি কেবল পুলিশের সামনেই মুখ খুলবেন। তাঁর দাবি, মাস কয়েক আগে বিদিশা ঝাড়গ্রামে এসেছিলেন, সেই সময়েই তাঁদের পরিচয়।
মৃত্যুর আগের দিন রাতেও বিদিশার সঙ্গে তার কথা হয়েছে বলে জানান অনুভব। আগের দিন রাত ২টা পর্যন্ত কথা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। তাই প্রথমটায় বিশ্বাসই করতে পারেননি যে বিদিশা আর নেই। মৃত্যু রহস্য উদঘাটনে সঠিক তদন্ত হোক, এমনটাই চাইছেন অনুভবও। তিনি তদন্তে সহযোগিতা করবেন বলেও দাবি করেছেন। কিছুদিন আগেই পল্লবী নামে আর এক অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছিল একইভাবে। সেই ঘটনাও যে বিদিশার মনে প্রভাব ফেলেছিল, এমনটাও দাবি করেছেন অনুভব। তিনি জানিয়েছেন পল্লবীর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন বিদিশা।
এসকেডি