সুফি গানে কণ্ঠ দিলেন সাব্বির নাসির
প্রথমবারের মতো সুফি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সাব্বির নাসির। কাওয়ালী ধাঁচে গাওয়া তার এই গানটির শিরোনাম ‘কি নেশা’। গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীতায়োজনে ঋষিকেশ রকি।
বুধবার (২০ এপ্রিল) গায়কের নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হয়েছে।
গানটি নিয়ে সাব্বির নাসির বলেন, ‘আমার জীবনের একটি বড় অধ্যায় সুফী সাধকদের সঙ্গে কেটেছে। নুরে মোহাম্মদ (সাঃ) নিয়ে প্লাবন কোরেশীর এ অসামান্য গীতটি আমার এ ভক্ত হৃদয় থেকে কণ্ঠযোগে প্রকাশিত হয়েছে। গানটি সুফিবাদের অগণিত ভক্তদের স্পর্শ করবে বলে আমার বিশ্বাস।’
প্লাবন কোরেশী বলেন, ‘আমার অনেক পছন্দের একটি গান এটি। সাব্বির ভাইয়ের সঙ্গে কাজটি করতে গিয়ে খুব দারুণ অভিজ্ঞতা হয়েছে। খুব ভালো গেয়েছেন তিনি। আশাকরি শ্রোতাদের পছন্দ হবে।’
উল্লেখ্য, সাব্বির নাসিরের গাওয়া ‘আমারে দিয়া দিলাম’, ‘দমে দম’, ‘পোকা’, ‘আবোল তাবোল’ গানগুলো শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছেন। কলকাতার ‘সারেগামাপা’ খ্যাত গায়িকা শম্পা বিশ্বাসের সঙ্গে ‘বিনোদিনী রাই’সহ একাধিক গান করেও শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
আরআইজে