সালমানকে বিয়ে করতে দেশ ছেড়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী
প্রিয় তারকার জন্য ভক্তদের কতই না পাগলামী থাকে। একবার দেখার জন্য বা একটু কথা বলতে আকুল হয়ে থাকেন অনেকে। এমন অভিজ্ঞতা কম হয়নি সালমান খানের জীবনে। তবে এসব ছাড়িয়ে এক নারী ভক্তের কথা আজও ভুলতে পারেননি বলিউডের এই ভাইজান।
'ম্যায়নে পেয়ার কিয়া' দেখার পর সালমান খানের প্রেমে পড়েন পাকিস্তানি অভিনেত্রী সোমি আলী। শুধু তাই নয়, সালমানকে বিয়ের করতে মুম্বাই আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এ কথা বাসায় জানালে এমন পাগলামীতে সাড়া দেননি বাবা।
এর অনেকদিন কেটে গেলেও হাল ছাড়েননি সোমি। একসময় মুম্বাইয়ে আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য বাবার কাছে বায়না ধরেন। অবশেষে সেই অনুমতি পেয়ে ভারত পারি জমান তিনি। কিন্তু তখনও তার স্বপ্ন সালমানকে বিয়ে করা। আর সেই উদ্দেশ্যে
এই কৌশল।
মুম্বাই পৌঁছে মডেলিং শুরু করেন সোমি আলী। পাকিস্তানে অভিনেত্রী হওয়ায় বলিউডে কাজ পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি তাকে। মডেলিং থেকে একসময় সিনেমায় অভিনয়ের সুযোগ আসে। ১৯৯৩ সালে মুক্তি পায় প্রথম সিনেমা ‘কৃষাণ অবতার’। যেখানে মিঠুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধেন এই তারকা।
কাজের সূত্রে একসময় সালমান ও সোমির পরিচয় হয়। সেই থেকে সখ্যতা, এরপর প্রেম। টানা ৮ বছর প্রেম করেছেন এই তারকা জুটি। কিন্তু বিয়ের স্বপ্নটা অপূর্ণ থেকে গেল সোমির। এর কারণ ঐশ্বরিয়া রাই বচ্চন।
এ নিয়ে সেই সময় এক সাক্ষাৎকারে সোমি জানান, ঐশ্বরিয়ার জন্য সালমানের সঙ্গে তাদের বিচ্ছেদ হয়। সঞ্জয় লীলা বানশালির ‘হম দিল দে চুকে সানাম’ সিনেমায় অভিনয়ের সময় থেকেই ঐশ্বরিয়ার সঙ্গে সালমানের সম্পর্ক গড়ে ওঠে। যদিও সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি।
এমআরএম