গাইলেন বাপ্পা, মডেল হলেন দুই ভাই
উপমহাদেশের প্রখ্যাত সংগীতবিশারদ ওস্তাদ বারীণ মজুমদার ও ইলা মজুমদার দম্পতির দুই সন্তান পার্থ মজুমদার ও বাপ্পা মজুমদার। বড় ভাই পার্থ মজুমদারের কাছেই গিটার বাজানো শিখেছেন বাপ্পা। বড় হয়ে বড় ভাইয়ের সুর-সংগীতায়োজনে বেশ কয়েকটি গানেও কণ্ঠ দিয়েছেন এই গায়ক। তবে কখনো কোনো গানের ভিডিওতে একসঙ্গে দেখা যায়নি তাদের।
এবার প্রথমবারের মতো কোনো ভিডিওতে হাজির হয়েছেন দুই মজুমদার। ‘হয়ে যাও তুমি’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা একাই। সুর ও সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার। কথা লিখেছেন প্রবাসী গীতিকার আতিউর রহমান। দুই ভাইকে নিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন এলান।
এ প্রসঙ্গে ঢাকা পোস্টকে পার্থ মজুমদার বলেন, ‘আমার সুর-সংগীতায়োজনে এর আগেও বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছে বাপ্পা। এবারের গানটি রোমান্টিক। এতে ভিডিওতে দুজনেই গিটার হাতে নিয়েছি। সঙ্গে ছিল বাপ্পার পরিবেশনা। এই প্রথম দুই ভাই কোনো ভিডিওটি অংশ নিয়েছি। এটা আমাদের দুজনের জন্যই বিশেষ ভালো লাগার।’
তিনি আরও যোগ করেন, ‘গানে কণ্ঠ দেওয়ার ক্ষেত্রে আমি সবসময়ই বাপ্পাকে পূর্ণ স্বাধীনতা দেই। এই গানটিও সে সুন্দর করে গেয়েছে। বাপ্পার বিশেষ গুণ হলো সে গানের কথা বুঝে তারপর গায়। ফলে গানটিও পরিপূর্ণতা পায়। এবারও তাই হয়েছে। আশা করি শ্রোতাদের মনে ধরবে।’
আজ রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢুলী প্রডাকশনের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করা হবে।
উল্লেখ্য, সবশেষ দুই বছর আগে প্রকাশ পায় পার্থ মজুমদারের সুরে বাপ্পার গান ‘অপেক্ষা’।
আরআইজে