সিনেমায় নারী গার্মেন্টসকর্মীর সংগ্রাম, দেখা যাবে যেসব হলে

বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের ভূমিকা অসামান্য। এই শিল্পে নারীদের সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়েই নির্মিত হয়েছে সিনেমা। নাম ‘শিমু’। নির্মাণ করেছেন রুবাইয়াত হোসেন। শুক্রবার (১১ মার্চ) এটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।
বিজ্ঞাপন
এ উপলক্ষে রাজধানীর মহাখালীর এসকেএস ভবনের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির প্রিমিয়ার। এতে সিনেমার কলাকুশলীদের পাশপাশি সমাজের বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি ছিল। সিনেমাটি দেখার পর প্রত্যেকেই করেছেন প্রশংসা।
নির্মাতা রুবাইয়াত হোসেন বলেন, ‘দেশের শ্রমজীবী নারীরা যদি সিনেমাটি দেখেন, তাদের খুব ভালো লাগবে। কেননা তাদের নিজেদের গল্পটাকে পর্দায় দেখতে পাবেন। একজন পরিচালকের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বড়ো ভূমিকা রাখে তার কলাকুশলীরা। আমি খুব কৃতজ্ঞ তাদের কাছে, কারণ তারা নিজেদের সেরাটা দিয়েছেন।’
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সিনেমায় ‘শিমু’ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। তিনি বলেন, ‘এই সিনেমা নারী শ্রমিকরা দেখেন বা যারাই দেখবেন, গল্পটাকে তারা নিজের করে ভাবতে পারবেন। যেকোনো পেশার মানুষই গল্পের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবেন। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ রইল।’
জানা গেছে, শ্রমিকনেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘শিমু’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।
শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাঁখা, ব্লকবাস্টার সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সাভারের চন্দ্রিমা হলে দেখা যাবে ‘শিমু’।
কেআই