এইচএসসি পরীক্ষা : ১৩তম দিনে অনুপস্থিত ৩৯৫৬
চলমান এইচএসসি পরীক্ষার ১৩তম দিনে দেশের ৯টি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৯৫৬ পরীক্ষার্থী। বুধবার (২২ ডিসেম্বর) পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৯৫২ জন। বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪ জন।
বুধবার সকালে হয় ভূগোল (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষা। এতে ঢাকা শিক্ষাবোর্ডে অনুপস্থিত থাকে ৮৪৮ জন, চট্টগ্রাম বোর্ডে ১৩ জন, রাজশাহী বোর্ডে ১৩৫৫ জন, বরিশাল বোর্ডে ৯৯ জন, সিলেট বোর্ডে ৯ জন, দিনাজপুর বোর্ডে ৪৮০ জন, কুমিল্লা বোর্ডে ৬৩ জন, ময়মনসিংহ বোর্ডে ১৬৬ জন এবং যশোর বোর্ডে ৯১৯ জন।
বিকেলে হয় আরবি প্রথমপত্র পরীক্ষা। এতে রাজশাহী শিক্ষাবোর্ডে অনুপস্থিত থাকে ৩ জন আর বরিশাল বোর্ডে ১ জন।
এএজে/এসকেডি