নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি সৌমিত্র শেখর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে।
বুধবার (১৫ ডিসেম্বর) জাককানইবি আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুসারে, তাকে আগামী চার বছরের জন্য নিযুক্ত করা হয়। এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো মাহমুদুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১০ (১) ধারা অনুসারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে-কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল ময়মনসিংহ- এর ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ করা হলো।
ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে। তিনি জাককাইনবির অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক জালাল উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন।
এএজে/এমএইচএস