এইচএসসি পরীক্ষার সপ্তম দিনে অনুপস্থিত ৩৭৮৭, বহিষ্কার ৩
এইচএসসি পরীক্ষার সপ্তম দিনে দেশের ৯টি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল সাড়ে তিন হাজারের বেশি পরীক্ষার্থী। এদিন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ রোববার (১২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৭৮১ জন। বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬ জন। দুই শিফটে মোট অনুপস্থিত ছিল ৩৭৮৭ শিক্ষার্থী।
আজ সকালে অনুষ্ঠিত হয় রসায়ন (তত্ত্বীয়) ২য় পত্র পরীক্ষা। এতে ঢাকা শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ৯৯১ জন, চট্টগ্রাম বোর্ডে ২৩২ জন, রাজশাহী বোর্ডে ৭৩৫ জন, বরিশাল বোর্ডে ২৩৫ জন, সিলেট বোর্ডে ১৫৯ জন, দিনাজপুর বোর্ডে ৫৫৪ জন, কুমিল্লা বোর্ডে ৩৫০ জন, ময়মনসিংহ বোর্ডে ২০৫ জন এবং যশোর বোর্ডে ৩২০ জন।
বিকেলে অনুষ্ঠিত হয় শিশু বিকাশ দ্বিতীয় পত্র এবং উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) পরীক্ষা। এতে রাজশাহী বোর্ডে ৩ জন, বরিশাল বোর্ডে ১ জন এবং দিনাজপুর বোর্ডে ২ জন অনুপস্থিত ছিলেন।
করোনার কারণে এই বছর এপ্রিল-মে মাসের পরিবর্তে এই পাবলিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার ঘোষণা দেয় সরকার।
এএজে/এইচকে