নতুন জাতীয়করণ হওয়া স্কুল-কলেজের তথ্য চায় মাউশি
নতুন জাতীয়করণ হওয়া যেসব স্কুল-কলেজে এডহক নিয়োগ সম্পন্ন হয়েছে সেসব প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
আগামী মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ২টার মধ্যে জেলা ও উপজেলা শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষককে তথ্য পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
আজ রোববার (১৪ নভেম্বর) মাউশির ওয়েবসাইটে মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা এক নোটিশে এ নির্দেশনা জারি করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, তথ্য পাঠাতে হবে [email protected] ইমেইলের মাধ্যমে। নোটিশে ইআইআইএন নম্বর, প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর লেখার ঘরসহ একটি ছক দেওয়া হয়েছে।
প্রদত্ত ছক অনুযায়ী এক্সেল ফাইলে ইংরেজিতে তথ্য পাঠাতে হবে বলে জানানো হয়েছে।
আইএসএইচ/এইচকে