কোটি টাকার ফার্নিচার নিয়ে উদাসীন জবি প্রশাসন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন একাডেমিক ভবনের নিচে দীর্ঘদিন ধরে পড়ে আছে কোটি টাকা মূল্যের ফার্নিচার। যার ফলে নষ্ট হচ্ছে ফার্নিচারের সৌন্দর্য ও গুণগত মান। এছাড়া ফার্ণিচারগুলো বৃৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলাকেই দায়ী করছেন সংশ্লিষ্ট অনেকে।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল, বিভিন্ন বিভাগ ও শিক্ষকদের রিকুইজিশন সাপেক্ষে ২০২০ সালের ২০ জুন এসব ফার্নিচার কেনে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশ বনজ শিল্প উন্নয়ন করপোরেশনের তত্ত্বাবধায়নে কেনা এসব ফার্নিচারের মূল্য প্রায় ৩ কোটি টাকা। বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও শিক্ষকদের রিকুইজিশন সাপেক্ষে ক্রয় করা হলেও পরে শিক্ষকদের চাহিদার অভাব, করোনাকালীন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা, স্টোর রুমের অভাব, শ্রমিক স্বল্পতাসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় একই জায়গায় পড়ে আছে কয়েক কোটি টাকা মূল্যের এসব ফার্নিচার।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচতলার বামপাশে রাখা আছে ২১টি সংযুক্ত বেঞ্চ। ডানপাশে ১টি ডেস্ক, ৩টি কাঠের টেবিল, একজোড়া সোফা, একটি কাঠের সেলফ, ২০টি কাঠের চেয়ার এবং ৮টি বেঞ্চ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বামপাশে টিনের ছাউনি তৈরি করে সেখানে রাখা হয়েছে লিফটের বিভিন্ন সরঞ্জাম। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় এসব ফার্নিচারে ওপরে পড়ে আছে ধূলাবালির আস্তরণ, কাঠের টুকরো ও ড্রামের মুখসহ বিভিন্ন পদার্থ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমসের নির্ধারিত জায়গাতে পড়ে আছে প্রায় অনেকগুলো কাঠের চেয়ার, চারটি ডেস্ক, সোফার ফোমসেট। পাশের জায়গাতেও অযত্নে পড়ে আছে ১৬টি কাঠের চেয়ার, ৫টি ডেস্ক, ৩টি টেবিল এবং ৬টি বেঞ্চ। দীর্ঘদিন সঠিকভাবে সংরক্ষণ করার অভাবে নষ্ট হচ্ছে এসব ফার্নিচারের গুণগত মান।
এবিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের সঙ্গে কথা বলেন।
পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপ-পরিচালক সৈয়দ আলী আহমেদ বলেন, ভাইরাসের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় স্টোরের অভাবে ফার্নিচারগুলো এখানে পড়ে আছে। বিভিন্ন ডিপার্টমেন্ট ও ইনস্টিটিউটের শিক্ষকদের চাহিদা সাপেক্ষে ফার্নিচারগুলো দেওয়া হচ্ছে। এর মধ্যে কিছু ফার্নিচার ছাত্রীহলের জন্য কেনা এবং সেগুলো মধ্যে অধিকাংশ ফার্নিচারই ছাত্রী হলে স্থানান্তর করা হয়েছে। বাকিগুলো দ্রুত স্থানান্তর করা হবে।
পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী সাহাদাত হোসেন বলেন, শিক্ষকদের রিকুইজিশনের তালিকা প্রস্তুত হলে, সেই তালিকা অনুযায়ী ফার্নিচার দিয়ে দেওয়া হবে।
জবি/এসএম