সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ পেছাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ এর ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত ৩০ অক্টোবরের পরিবর্তে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এছাড়া, পূর্বের ঘোষণা অনুযায়ী অধিভুক্ত এই সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৫ নভেম্বর এবং বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত করা হয়। এরপর থেকে সাত কলেজে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষাসহ অন্যান্য একাডেমিক বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে।
আরএইচটি/জেডএস