টিকাকরণের আওতায় ঢাবির ৮০.৭২ শতাংশ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮০.৭২ শতাংশ শিক্ষার্থী টিকাকরণের আওতায় এসেছেন। বাকি ১৯.২৮ শতাংশ শিক্ষার্থী এখনো টিকার জন্য নিবন্ধন করেননি।
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেল পরিচালিত এক অনলাইন জরিপে এমন তথ্য উঠে এসেছে।
জরিপে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এতে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৬ হাজার ৬০০ জন শিক্ষার্থী। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে তিন হাজার ২০০ জন এখনো রেজিস্ট্রেশন করেনি। বাকি ১৩ হাজার ৪০০ শিক্ষার্থী টিকাকরণের কোনো না কোনো পর্যায়ে আছেন।
টিকাকরণের আওতায় আসা শিক্ষার্থীদের বিষয়ে জানতে চাইলে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান বলেন, এদের কেউ কেউ প্রথম ডোজ নিয়েছে, দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় আছে। কেউ কেউ দ্বিতীয় ডোজ নিয়েছে, সনদের জন্য অপেক্ষা করছে। অনেকে নিবন্ধন করেছে, এসএমএস-এর অপেক্ষায় আছে।
এখনো যারা টিকার আওতায় আসেনি তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর এনআইডি কার্ড আছে এবং এনআইডি কার্ড করার সময় পেশা হিসেবে যারা ছাত্র-ছাত্রী উল্লেখ করেছিল, তাদের বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন করার দরকার নেই। তারা সরাসরি ‘সুরক্ষা’য় আবেদন করলেই ভ্যাকসিন পাবে।
এইচআর/জেডএস