অনলাইনে পরীক্ষা দেওয়ার সক্ষমতা যাচাইয়ের উদ্যোগ সাত কলেজের
মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের কার্যক্রম। এতে সৃষ্টি হয়েছে সেশনজট। সমস্যা সমাধানে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নিতে শিক্ষার্থীদের সক্ষমতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সাত কলেজ প্রশাসন।
মঙ্গলবার (৩ আগস্ট) সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সবগুলো কলেজকে অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের মতামত জানতে দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কলেজ প্রশাসন শিক্ষার্থীদের মতামত নিয়ে আমাদের অবহিত করবে। এরপর কলেজের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাবো।’
তিনি আরও বলেন, ‘সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ায় একক সিদ্ধান্তের ভিত্তিতে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের একাডেমিক অথোরিটি ঢাকা বিশ্ববিদ্যালয়। পরীক্ষা নেওয়ার পদ্ধতিও ঠিক করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমতি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের। এখন সেটা কার্যকরের বিষয়।’
আরএইচটি/এমএইচএস