৪৩তম বিসিএসে আবেদনের সময় বাড়ছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের সুযোগ দিতে ৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে। তবে কতদিন বাড়বে তা এখনও চূড়ান্ত হয়নি। শিক্ষার্থী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।
শনিবার (৯ জানুয়ারি) পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ৪৩তম বিসিএসের আবেদন করার সময়সীমা নির্ধারিত রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদনের সময় বাড়ানো হবে।
তিনি জানান, ২০২০ সালে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময় শেষ হওয়ার কথা রয়েছে। পরীক্ষা শেষ করে যাতে শিক্ষার্থীরা আবেদন করতে পারে সে সময়টুকু বাড়ানো হবে।
জানা গেছে, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি থেকে স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়। দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর সরকার ১৭ মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। এরপর বাকি পরীক্ষাগুলো স্থগিত করে দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। স্থগিত হওয়ার পরীক্ষাগুলো নিতে ডিসেম্বর মাসে সময়সূচি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী, স্থগিত পরীক্ষা শুরু হবে ১৬ জানুয়ারি এবং শেষ হবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। এর মধ্যে ৪৩তম বিসিএসের আবেদনের সময় শেষ হয়ে যাবে।
এর আগে গত ৮ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, স্নাতক শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা অ্যাপেয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএসে আবেদন করার সুযোগ পাবে। সেজন্য পিএসসির কাছে আবেদন করা হয়েছে।
ওই সময় পিএসসি জানিয়েছিল, শেষ বর্ষের সব বিষয়ের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী বিসিএসে আবেদন করতে পারবেন না। এখন মানবিক কারণে সে সিদ্ধান্ত থেকে সরে আসলো পিএসসি।
এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, করোনার কারণে শিক্ষার্থীরা একাডেমিক্যালি এক বছর পিছিয়ে গেছে। এরমধ্যে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা যদি ৪৩তম বিসিএসের আবেদন করতে না পারে, তারা আরও এক বছর পিছিয়ে যাবে। এতে অনেকেরই বয়স থাকবে না। এসব বিষয় বিবেচনায় পিএসসি কাছে অ্যাপেয়ার্ড শিক্ষার্থী হিসেবে তাদের ৪৩তম বিসিএসে আবেদন করার সুযোগ দিতে পিএসসিকে অনুরোধ করেছিলাম। তারা আমাদের আবেদনের সাড়া দিয়েছে।
গত ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।
এনএম/এমএইচএস