কারিগরি শিক্ষা অধিদফতরের ২১৮১ জনের নিয়োগের ফল প্রকাশ
কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন প্রতিষ্ঠানগুলোর রাজস্ব খাতে ১৩তম গ্রেডে দুই হাজার ১৮১ জনের নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২২জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। নিয়োগের সুপারিশ করা প্রার্থীদের নির্দেশনা অনুযায়ী যোগদান করতে মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদফতরের অধীনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ী রাজস্ব খাতে ৩টি পদে ২১৮১ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ৫ মে থেকে আবেদন নেওয়া শুরু হয়। শেষ হয় ২৫ মে।
যে তিনটি পদে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে- ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ), পদ সংখ্যা : ১০৫৭টি; ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ইলেক্ট্রনিকস/টেক), পদ সংখ্যা : ১০১৯টি; ক্রাফট ইনস্ট্রাক্টর (টেক/ল্যাব), পদ সংখ্যা: ১০৫টি।
আবেদনকারীর যোগ্যতা হিসেবে চাওয়া হয় পদার্থ ও রসায়নসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা। অথবা উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।
এনএম/এমএইচএস