৮ দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন ঢাকার এটিআই শিক্ষার্থীদের

ডিপ্লোমা কৃষিবিদদের উচ্চশিক্ষা ও পেশাগত মর্যাদা নিশ্চিতসহ মোট ৮ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজধানীর শেরেবাংলা নগরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) ইন্সটিটিউটের মূল ফটকের সামনে তারা দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছেন।
সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’ ব্যানারে এই অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দিতে ও দাবির পক্ষে ফেস্টুন প্রদর্শন করতে দেখা গেছে তাদের।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সারা দেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা বহুদিন ধরে উচ্চশিক্ষার সুযোগসহ নানা অধিকার থেকে বঞ্চিত। এজন্য দীর্ঘদিন ধরে আন্দোলন ও বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। ফলে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা চালিয়ে যাচ্ছি।
শিক্ষার্থীরা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্তে অনড় থাকবো।
এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ৮ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হচ্ছে—
১. ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা।
২. উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে গেজেটভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা পদে ধারাবাহিক নিয়োগ দেওয়া।
৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূর করা।
৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর করা।
৫. কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদে কেবল ডিপ্লোমা কৃষিবিদদের নিয়োগ দেওয়া।
৬. বেসরকারি চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য ন্যূনতম দশম গ্রেডে বেতন নির্ধারণ করা।
আরও পড়ুন
৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য মাঠ সংযুক্তি ভাতা চালু করা।
৮. উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য চাকরিতে যোগদানের পর ৬ মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা৷
প্রসঙ্গত, এই একই দাবিতে ঢাকা এটিআই ছাড়াও দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটেও আন্দোলন চলমান রয়েছে।
আরএইচটি/এমএন