প্রস্তাবিত সৃজনী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসি দল
ঝিনাইদহ জেলায় প্রস্তাবিত সৃজনী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একটি প্রতিনিধি দল। কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার (৩ জানুয়ারি) প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করে।
আজ রোববার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে প্রফেসর আনোয়ার হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশে উচ্চশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নের অংশ হিসেবে সৃজনী বিশ্ববিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করা হয়। ইউজিসি প্রতিনিধি দল বিওটির সদস্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্য, উদ্দেশ্য এবং শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে বলে তিনি জানান।
আরও পড়ুন
পরিদর্শনকালে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, প্রস্তাবিত উপাচার্য, ট্রেজারার ও রেজিস্টারের সঙ্গে মতবিনিময় করেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের স্থাপনা ঘুরে দেখেন।
বিশ্ববিদ্যালয় স্থাপন বিষয়ে বিওটির সদস্যরা জানান, উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে তারা বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পেলে উচ্চশিক্ষার মান নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে ।
এনএম/এআইএস