উপদেষ্টা সংবর্ধনার নামে শিক্ষক সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের শূণ্যপদের বিপরীতে অনলাইনভিত্তিক বদলির প্রজ্ঞাপন জারি করেছে। এটি ছিল বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের চাওয়া। বেসরকারি শিক্ষকদের মধ্যে যারা নিজ এলাকা ও পরিবার থেকে দূরে আছেন তাদের অসুবিধার কথা বিবেচনা করে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ অনলাইনভিত্তিক এ বদলির উদ্যোগ গ্রহণ করেন।
এরপর বেসরকারি শিক্ষকদের একটি সংগঠন আগামী ২৬ ডিসেম্বর তারিখে তাদের আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে সংবর্ধনা দেওয়া হবে বলে প্রচারণা চালাচ্ছেন।
এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, প্রকৃতপক্ষে এদের কোনো অনুষ্ঠানের বিষয়ে শিক্ষা উপদেষ্টা অবহিত ছিলেন না এবং সেখানে যাওয়ার জন্য সম্মতিও দেননি।
আরও পড়ুন
জানা গেছে, বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ নামে একটি শিক্ষক সংগঠন এই সংবর্ধনার নামে শিক্ষকদের কাছ থেকে চাঁদাবাজি করছে। সংগঠনটির প্রচারণার প্যাডে লেখা রয়েছে— শিক্ষা মন্ত্রণালয় শূন্যপদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করায় শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণ হয়েছে। এজন্য ঐক্য পরিষদের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা ও বদলি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জাতীয় প্রেস ক্লাবে আগামী ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সংবর্ধনা এবং ফুলেল শুভেচ্ছা জানানো হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সংগঠনের সভাপতি মো. সারোয়ারকে একাধিকবার ফোন দেওয়া হলেও পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া ইনডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ফলে ১৫ ধরনের শর্ত পূরণ করলে প্রথমে নিজ উপজেলা-জেলায় বদলি হতে পারবে। নিজ জেলায় পদ ফাঁকা না থাকলে অন্য জেলায় বদলি হতে পারবে। শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল এটি।
এনএম/এমজে