পরীক্ষায় বাড়তি ৩০ মিনিট সময় পাচ্ছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা
২০২৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে বাড়তি ৩০ মিনিট সময় বরাদ্দ পাবেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
কলেজ কেন্দ্রগুলোতে পাঠানো ওই চিঠিতে বলা হয়, কলেজ কেন্দ্রে ২০২৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি) পরীক্ষার্থী থাকলে বর্ণিত শর্তে ৩০ (ত্রিশ) মিনিট অতিরিক্ত সময় পাবেন।
আরও পড়ুন
তবে শর্ত হলো, এসব প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদ থাকতে হবে, পরীক্ষা শুরুর কমপক্ষে ২ (দুই) দিন আগে অধ্যক্ষ/ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) পরীক্ষা নিয়ন্ত্রক/সংশ্লিষ্ট উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে।
এছাড়াও প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে গালা সীল করে ‘উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অনার্স ২য় বর্ষ শাখা, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪’এ ঠিকানায় পাঠাতে হবে। প্যাকেটের উপরে প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র লাল কালিতে লিখতে হবে বলে পত্রে উল্লেখ করা হয়।
এনএম/এমএসএ