জাপানে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ এবং বৃত্তির সংখ্যা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
আজ (মঙ্গলবার) বিকেলে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, জাপানের উচ্চশিক্ষা ও গবেষণা বিশ্বে সমাদৃত। এছাড়া তারা আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। তিনি রোবটিক্স, মেশিন লার্নিং, বিগ ডাটা, ক্লাউড কম্পিউটিং, নেটওয়ার্কিং সায়েন্স, নেভাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, নবায়নযোগ্য জ্বালানি শক্তি, নার্সিংসহ উদীয়মান বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বৃদ্ধির আহ্বান জানান।
তিনি বলেন, জুলাই আন্দোলন আমাদের সামনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তরুণ প্রজন্ম ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আমরা সুযোগ সৃষ্টি করতে চাই। জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ এবং বৃত্তির সংখ্যা বৃদ্ধি করা গেলে বাংলাদেশ ব্যাপকভাবে উপকৃত হবে।
আরও পড়ুন
সভায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো জাপানের প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাওয়া, বেকার সমস্যার সমাধানে জাপানের পলিসি ও রিসোর্স কাজে লাগানো, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ভোকেশনাল ট্রেনিং প্রদান, জাপানি বিশ্ববিদ্যালয়ের আদলে দেশে একটি মডেল গবেষণা ল্যাব প্রতিষ্ঠা করা, জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে দেশের বিশ্ববিদ্যালয়কে যুক্ত করা, যৌথ গবেষণা ও পিএইচডি ডিগ্রি প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এনএম/এনএফ