অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটির ‘ওপেন ডে’ অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক এক সেমিনার রাজধানী ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
দেশটির বিশ্ব বিখ্যাত ম্যাককুয়ারি ইউনিভার্সিটি আয়োজিত বার্ষিক ‘ওপেন ডে’ অনুষ্ঠানে শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ার বাণিজ্য ও বিনিয়োগ কমিশনের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ডিরেক্টর মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষা এবং গবেষণার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় শীর্ষ পছন্দের একটি হতে পারে।
মোস্তাফিজুর রহমান বলেন, ম্যাককুয়ারি ইউনিভার্সিটির ওপেন ডে-র মতো ইভেন্টগুলো বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরার মধ্য দিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক যাত্রায় সহায়ক হতে পারে।
ম্যাককুয়ারি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ডক্টর আমান উও, সিনিয়র কান্ট্রি ম্যানেজার আলকায়েত হোসেন, বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সমন্বয়কারী মো. মাজাদুল আলম এবং ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে নেতৃত্ব, কর্মদক্ষতা কর্মসংস্থান-সহ অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষাবৃত্তি এবং একাডেমিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট ডিরেক্টর তানভীর শহীদ বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে ব্যতিক্রমী প্রতিভা এবং বৈচিত্র্য নিয়ে এসেছে। ওপেন ডে'র মাধ্যমে আমরা উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপন এবং ম্যাককোয়ারি ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে পারি।
এআর/জেডএস