রিভেরি স্কুলে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের উপস্থিতিতে পুরস্কার প্রদান
রিভেরি স্কুল ফিলিস্তিনে সচেতনতা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করে। ঢাকার স্কুল ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে শিল্পের শক্তি ও তা শান্তি এবং সংহতির বার্তা প্রচারের একটি শক্তিশালী উপায় হিসেবে তুলে ধরেন। তিনি ছাত্রদের উৎসাহিত করতে বিশেষ টিশার্ট উপহার দেন, যাতে করে ফিলিস্তিনের শান্তি এবং ন্যায়বিচারের সংগ্রামের প্রতি যুব সমাজের সচেতনতা বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে রিভেরি স্কুলের চেয়ারম্যান মো. আরিফুল হক সুহান, পরিচালক মো. জহিরুল আল জিলানি, পরিচালক এমদাদুল হক (সাবেক সচিব) এবং স্কুলের প্রধান শিক্ষিকা সৈয়দা নওরীন রাজা উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি বিভিন্ন বয়সী ছাত্রদের জন্য উন্মুক্ত ছিল এবং এতে শান্তি, আশা এবং ফিলিস্তিনের প্রতি সংহতির থিম নিয়ে বিভিন্ন সৃজনশীল চিত্রকর্ম প্রদর্শিত হয়।