চট্টগ্রামে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫
উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ঘোষিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আগের বছরের তুলনায় পাসের হার কমেছে। এবছর পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ। আগের বছর ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ।
তবে পাসের হার কমলেও আগের বছরের তুলনায় বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবার জিপি-৫ পেয়েছে ১০ হাজার ২৬৯ শিক্ষার্থী। ২০২৩ সালে পেয়েছিল ৬ হাজার ৩৩৯ শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, চট্টগ্রামে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৫ হাজার ৪১৬ শিক্ষার্থী। চট্টগ্রামে এবার উপস্থিত ছাত্রের সংখ্যা ৪৮ হাজার ৮৩ এবং ছাত্রদের পাসের হার ৬৭ দশমিক ৭২ শতাংশ। উপস্থিত ছাত্রীর সংখ্যা ৫৭ হাজার ৩৩৩ এবং ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ৪৯ শতাংশ। চট্টগ্রামে মোট ৪ হাজার ৫১০ ছাত্র এবং ৫ হাজার ৭৪৯ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
পাঁচ বছরে সর্বনিম্ন পাসের হার
চট্টগ্রামে গত ৫ বছরের তুলনায় এবার পাসের হার সবচেয়ে কম ছিল। এবার পাসের হার পাসের হার ৭০ দশমিক ৩২। এর আগে ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৫, ২০২২ সালে ৮০ দশমিক ৫০, ২০২১ সালে ৮৯ দশমিক ৩৯ এবং ২০২০ সালে অটো পাস পদ্ধতিতে শতভাগ পাসের হার ছিল।
শতভাগ পাস করেছে ১৩ কলেজের শিক্ষার্থী, কেউ পাস করেনি ৫ কলেজের শিক্ষার্থীরা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন শতভাগ পাস করেছে এরকম কলেজের ১৩টি। তবে কেউ পাস করেনি এরকম কলেজ রয়েছে ৫টি। গত বছর শতভাগ পাস করেছিল ১২ কলেজের শিক্ষার্থীরা এবং কেউ পাস করেনি এরকম কলেজের সংখ্যা ছিল ৩টি।
৩ পার্বত্য জেলায় এগিয়ে রাঙামাটি
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন রাঙ্গামাটি জেলায় পাসের হার ৬০ দশমিক ৩২ শতাংশ, খাগড়াছড়ি জেলায় ৫৯ দশমিক ৬৩ এবং বান্দরবান জেলায় ৫৯ দশমিক ৯০ শতাংশ।
এমআর/এসএম