ঈদের আগেই বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা দেওয়ার আহ্বান
আগামী ঈদুল ফিতরের আগেই দেশের বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা পরিশোধের আহ্বান জানিয়েছে জাতীয় শিক্ষক ফোরাম। একই সঙ্গে দেশের শিক্ষক সমাজের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রত্যাশাও করেছেন সংগঠনের নেতারা।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরান পল্টনে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির নেতারা এসব দাবি জানান।
তারা বলেন, দেশের শিক্ষক সমাজকে অনেক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শিক্ষক ফোরাম শিক্ষকদের দাবি আদায়ের সোচ্চার। আমরা চাই ঈদুল ফিতরের পূর্বেই যেন বেসরকারি শিক্ষকদের বেতন বোনাস পরিশোধ করা হয়।
তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কুরআন তেলাওয়াতের মজলিসে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে ন্যাকারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ঘটনা মাহে রমজানের পবিত্রতা ক্ষুণ্ন করেছে।
আলোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, সরকার মাহে রমজানের শিক্ষাকে ম্লান করে দিয়েছে। ইফতার ও কুরআনের ক্লাসে তারা নিষেধাজ্ঞা দিচ্ছে। সরকারের কর্মকাণ্ড ইসলামবিরোধী হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সরকার ভারতের প্রেসক্রিপশনে দেশ চালাতে চাইলে এবং দেশে সেক্যুলার আইন কায়েম করতে চাইলে সরকারের পতন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা এবিএম জাকারিয়ার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন খান, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম, শিক্ষক নেতা ড. মাসুম রব্বানী, জাকারিয়া আহমদসহ অন্যরা।
আরএইচটি/এসকেডি