নতুন কারিকুলামে পরীক্ষা পদ্ধতি ফেরাতে উচ্চ পর্যায়ে কমিটি গঠন
নতুন কারিকুলামে পাঠ্যক্রমে পরীক্ষা না থাকায় সমালোচনার ঝড় উঠেছে অভিভাবক মহলে। দাবি উঠেছে, পুরো কারিকুলাম বাতিলের। পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনেও নামেন অভিভাবকরা। তাদের দাবি মেনে নিয়ে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে নতুন কারিকুলাম বাস্তবায়নের কৌশল ঠিক করতে ১৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটি খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এক সভায় নতুন কারিকুলাম বাস্তবায়ন ও মূল্যায়ন এবং পাঠ্যপুস্তক বিতরণ ও মনোন্নয়নের বিষয়ে একটি সভা হয়। এতে নতুন কারিকুলাম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করার সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে ১৩ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। এরপর কয়েক দফা সংশোধন করে সম্প্রতি এই কমিটি চূড়ান্ত করা হয়েছে।
আরও পড়ুন
কমিটিতে সরকারি মাধ্যমিক শাখার একজন যুগ্ম সচিবকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— কারিগরি, মাদ্রাসা ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তিন মহাপরিচালক, এনসিটিবির চেয়ারম্যান, মন্ত্রণালয়ের মাধ্যমিক-১ শাখার যুগ্ম সচিব, কারিগরি বিভাগের একজন যুগ্ম সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখার একজন যুগ্ম সচিব, আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান, ব্যানবেইসের পরিচালক, এনসিটিবির সদস্য (প্রাথমিক) অধ্যাপক মো. মোখলেসুর রহমান এবং পরীক্ষা ও মূল্যায়ন ইউনিটের ঊর্ধ্বতন বিশেষজ্ঞ রবিউল কবীর চৌধুরী।
গত ৪ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের জানান, শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে মূল্যায়ন পদ্ধতি ও কারিকুলাম সংক্রান্ত একটি সমন্বয় কমিটি গঠন করা হবে। এরপর ১ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী এনসিটিবি এবং শিক্ষা কারিকুলামের সঙ্গে যুক্ত সংস্থা ও ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।
এই বৈঠকে মূল্যায়নের জন্য বানানো ‘নৈপুণ্য অ্যাপ’ এবং নতুন কারিকুলামে কোন কোন দেশ থেকে রেফারেন্স নেওয়া হয়েছে, তার বিস্তারিত জানতে চান। এনসিটিবি থেকে সেসব তথ্য সরবরাহের পর কারিকুলাম এবং পাঠ্যপুস্তক বিতরণ ও মানোন্নয়ন সংক্রান্ত পর্যালোচনা সভা করে নতুন কমিটি গঠন করে দেন তিনি। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির সুপারিশ পাওয়ার পর চলতি বছরেই তা বাস্তবায়ন করা হবে।
এনএম/এমজে