পেছাতে পারে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের কারণে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছাতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন ও পরীক্ষা একই দিনে নেওয়া সম্ভব নয়। তাই পরীক্ষা পেছানোর সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় পিএসসি ক্যাডার শাখা থেকে তথ্য জানা গেছে।
পিএসসির কর্মকর্তারা জানিয়েছেন, দুই সিটি নির্বাচনের কারণে ঘোষিত ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ময়মনসিংহ ও কুমিল্লা শহরেও বিসিএস পরীক্ষার কেন্দ্র রয়েছে। ফলে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হতে পারে।
পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) দুজন কর্মকর্তা জানান, নির্বাচন ও পরীক্ষা একই দিনে হলে পরীক্ষা নেওয়া সম্ভব না। যেহেতু ইসি ৯ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সেজন্য বিষয়টি নিয়ে পুনরায় সিদ্ধান্ত নেবে পিএসসি।
আরও পড়ুন
তারা বলেন, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পিএসসির পূর্ণ কমিশন সভায় প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পরিবর্তনে সিদ্ধান্ত হতে পারে। সেইসঙ্গে রমজানের মধ্যেই পরীক্ষা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ঈদের পরও প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হতে পারে।
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, নির্বাচনের বিষয়টি আমাদের নজরে এসেছে। এই বিষয়টি কমিশনের সভায় তোলা হচ্ছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত ১৮ জানুয়ারি ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
এনএম/পিএইচ