গবেষণাপত্র প্রকাশের কলাকৌশল নিয়ে ইন্টারেক্টিভ সেশন
গবেষণাপত্র কীভাবে লিখতে হয় এবং কীভাবে আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করতে হয়, তা নিয়ে তথ্যপূর্ণ অনলাইন ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও ই-জার্নালের সহযোগিতায় এ সেশন অনুষ্ঠিত হয়।
সেশনের মূল প্রবন্ধ উস্থাপন করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) প্রো ভাইস চ্যান্সেলর ড. মো. আব্দুর রহমান।
আরও পড়ুন
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়ার সময় থেকেই একজন শিক্ষার্থী গবেষণা ও নিবন্ধ প্রকাশে মনোযোগী হতে পারেন। তিনি যেই বিষয়েই পড়ুন না কেন, সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার সুযোগ যেমন আছে, তেমনি গবেষণালব্ধ ফলাফল দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশ করা যেতে পারে। এছাড়াও নানা বিষয়ে নানা জার্নাল পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়।
এ আয়োজনে সারা দেশ থেকে কম্পিউটার সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, ডাক্তার, শিক্ষক, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারসহ প্রায় ১০ হাজার গবেষক অনলাইনে সংযুক্ত হয় এবং তারা তাদের প্রশ্ন-উত্তরের মাধ্যমে প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নেয়।
এমজে