নতুন এমপিওভুক্ত হলেন ১৯০৭ জন, পদোন্নতি পেলেন ৬৬২ শিক্ষক
ডিসেম্বর মাসে এমপিওভুক্ত হয়েছেন দেশের বিভিন্ন বেসরকারি মাদরাসার ১ হাজার ৯০৭ জন শিক্ষক ও কর্মচারী। তাদের মধ্যে ১ হাজার ৩৫৩ জন শিক্ষক ও ৫৫৪ জন কর্মচারী রয়েছেন। এছাড়া ৬৬২ জন শিক্ষক প্রভাষক হিসেবে পদোন্নতি পেয়েছেন। নতুন শিক্ষকদের বেশিরভাগই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পেয়েছিলেন।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ডিসেম্বর মাসের এমপিওর আবেদন যাচাই-বাছাই করে ১ হাজার ৯০৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এমপিওভুক্তদের মধ্যে ১ হাজার ৩৫৩ জন শিক্ষক-প্রভাষক ও ৫৫৪ জন কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারী রয়েছেন। এছাড়া ৬৬২ জন শিক্ষক প্রভাষক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
বর্তমানে দেশে মোট মাদরাসার সংখ্যা ৯ হাজার ১০২টি। এর মধ্যে এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। মাদরাসার শিক্ষা অধিদপ্তর থেকে পাওয়া হিসেবে অনুযায়ী, এসব মাদরাসার ১ লাখ ৩৭ হাজার ৪২৩ জন শিক্ষক ও ৩৯ হাজার ৯৭৫ জন কর্মচারী এমপিও সুবিধা পাচ্ছেন। ডিসেম্বর মাসের বেতনভাতা বাবদ ৪০৯ কোটি ৯ লাখ টাকা পাবেন ১ লাখ ৭৭ হাজার ৩৮৮ জন শিক্ষক-কর্মচারী।
এনএম/জেডএস