সন্তানের রেজাল্টের অপেক্ষায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে অভিভাবকরা
কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল। এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে ফলের সারসংক্ষেপ। এর আগে থেকেই অপেক্ষার প্রহর গুণছেন অভিভাবকরা। তারা ভিড় জমাচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গনে।
রোববার (২৬ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের ভিকারুনিসা নূন স্কুল এন্ড কলেজে এমন চিত্রের চোখে পড়ে।
সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠানটির ভেতরের ধীরে ধীরে জমায়েত হচ্ছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। ভেতরে মূল ফটকের বাম পাশেই প্রস্তুত রাখা হয়েছে এইচএসসি ফল প্রকাশের নোটিশ বোর্ড। ‘এইচএস সি রেজাল্ট সেলিব্রেশন’ শিরোনামে প্রস্তুত রাখা হয়েছে মিনি স্টেজ। একইসঙ্গে ভিড় করছেন সংবাদকর্মীরাও।
এডমিট কার্ডের ফাইল হাতে অপেক্ষা করতে দেখা যায় সুলতানা আফরিন নামের এক অভিভাবককে। তিনি বলেন, আমার মেয়ে পরীক্ষা দিয়েছে। রেজাল্টের আগে কিছুটা টেনশন হচ্ছে। আল্লাহর কাছে দুআ করছি মেয়ের ফল যেন ভালো হয়।
সালমা আক্তার নামের আরেক অবিভাবক বলেন, এইচএসসি রেজাল্ট পরবর্তী শিক্ষা জীবনের জন্য গুরুত্বপূর্ণ। তবে যে ফলই হোক সেটাই মেনে নিতে হবে। মেয়ে তার সহপাঠীদেরসঙ্গে নিয়ে কলেজে এসেছে। তাই আমিও এসেছি।
জানা গেছে, চলতি বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট; আর প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা (চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড) শুরু হয় ২৭ আগস্ট। এবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে।
আরএইচটি/এমএসএ