জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সদ্য যোগদানকৃত প্রশাসনিক কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে ২১ দিনব্যাপী এই প্রশিক্ষণের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘পেশাগত জীবনে প্রশিক্ষণ অনেক বেশি অপরিহার্য। চাকরি জীবনের প্রতিটি পর্যায়ে এর ভূমিকা অনেক। জীবনের দীর্ঘ এই পথ পরিক্রমায় পেশাগত উৎকর্ষতা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করাই একজন কর্মকর্তার লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। স্বপ্ন যার যেটাই থাকুক না কেন। এখন যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন সেটিতে পরিপূর্ণ মনোনিবেশ করে সর্বোচ্চ সেবা দিয়ে উচ্চশিক্ষার সামগ্রিক মান উন্নয়নে ভূমিকা রাখতে হবে।’
মশিউর রহমান বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় একটি স্বপ্ন নিয়ে এগোচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ে দেশের নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণির সন্তানেরা লেখাপড়া করে। এদেরকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে বিশ্বের আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে হবে। কারণ আমাদের রয়েছে ৩০ লক্ষ শহিদের রক্তের ঋণ। ২ লাখ মা-বোন নির্যাতন সয়ে সয়ে লাল-সবুজের মানচিত্র উপহার দিয়েছেন। যারা তাদের পরবর্তী প্রজন্মের ভালো থাকার জন্য একটি দেশ দিয়ে গেছেন।’
রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সভাপতিত্বে ও মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্যরে সঞ্চালনায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সদ্য যোগদানকৃত ১৮জন প্রশাসনিক কর্মকর্তা ও ১ জন সাব-টেকনিক্যাল অফিসার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এনএম/এমএ