মানারাত ইউনিভার্সিটির ভিসি নজরুল ইসলাম আর নেই

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রংপুর নগরীর দর্শনা সূত্রাপুরের নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জনসংযোগ কর্মকর্তা রফিকুল আমিন খান বলেন, ভিসি স্যার বেশ কিছুদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। শেষের দিকে উনি নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে আজ বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
বিজ্ঞাপন
২০১৯ সালের ৮ ডিসেম্বর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি হিসেবে যোগ দিয়েছিলেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। তৎকালীন রাষ্ট্রপতি ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাকে চার বছরের জন্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
দেশবরেণ্য এই শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের ডিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সেক্টরে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এনএম/এমজে