দাখিলের ফরম পূরণ শুরু ৩০ অক্টোবর
দাখিল পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করেছে মাদ্রাসা বোর্ড। আগামী ৩০ অক্টোবর থেকে দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। ১৩ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। জরিমানাসহ ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ১৪ নভেম্বর পর্যন্ত।
বুধবার মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে মোট ২ হাজার ৩০৫ টাকা। সাধারণ, মুজাব্বিদ ও হিফজুল কুরআন বিভাগের পরীক্ষার্থীদের জন্য মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০ টাকা।
এছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। আর জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের ১০০ টাকা অনুমতি বা তালিকাভুক্তি ফি দিতে হবে।
এনএম/এসকেডি