স্বপ্নপূরণ করে মানুষের সেবা করতে চান আবদুল্লাহ কাফি

চট্টগ্রাম বোর্ডের অধীনে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ আল কাফি ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে এ প্লাস পেয়েছেন। তার মোট নম্বর ১২২৬।
সে বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের মওলার পাড়া গ্রামের মোশারফ হোছাইন এবং নুরুন্নাহারের ৩য় ছেলে।
কাফি তার ভালো ফলাফলে জন্য তার সকল স্যারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কাফি ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে সর্বস্তরের জনগণকে সেবা করতে চায়। তার ভবিষ্যৎ সফলতার জন্য সে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
কাফির মা বলেন, আমার ছেলের ভালো ফলাফলের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা তার শিক্ষকদের। সবার দোয়া ও ভালোবাসায় সে যেন নিজের স্বপ্নপূরণ করে মানুষের সেবা করতে পারে সেই কামনা করছি।
এসআই/এমএ