শুদ্ধাচার পুরস্কার পেলেন মাউশির তিন কর্মকর্তা-কর্মচারী

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন নীতিমালা অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তিন কর্মকর্তা-কর্মচারী। পুরস্কারপ্রাপ্ত সব কর্মকর্তা-কর্মচারীকে তাদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।
বিজ্ঞাপন
রোববার (২৫ জুন) এ সংক্রান্ত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এতে বলা হয়, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন নীতিমালার পরিপত্র ২০১৭ এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা ২০২১ অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরের জন্য নিম্নবর্ণিত কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হলো।
বিজ্ঞাপন
যারা পুরস্কার পাচ্ছেন-
অধিদপ্তরাধীন কর্মচারী (গ্রেড-০২-০১) সেলিনা জামান, উপ-পরিচালক, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশান উইং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বিজ্ঞাপন
অধিদপ্তরাধীন কর্মচারী (গ্রেড-১০-১৬)- মো. নজরুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাধারণ প্রশাসন শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরাধীন কর্মচারী (গ্রেড-১৭-২০) মো. শরিফুল ইসলাম, অফিস সহায়ক পরিচালকের (মাধ্যমিক) দপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
এছাড়া অধিদপ্তরের আওতাধীন দপ্তর সংস্থা প্রধান ক্যাটাগরিতে নওগাঁ জেলার শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান এ পুরস্কার পাচ্ছেন।
এমএম/এফকে