অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ঢাকা কলেজের ১৭ শিক্ষক
সহযোগী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়ে অধ্যাপক হয়েছেন ঢাকা কলেজের ১৭ জন শিক্ষক। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে থেকে আমরা জানতে পেরেছি ঢাকা কলেজের মোট ১৭ জন শিক্ষক সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে রয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেন মৃধা, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক লুৎফুন নাহার, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনিচুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক রুনা নাসরীন, মোসা. রাফিজা বেগম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ পারভিন, পতি মোহন বিশ্বাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিরীন আক্তার ইয়াসমিন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সালমা বেগম, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আখতার বানু, সহযোগী অধ্যাপক উম্মে ফাজিলা খাতুন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সিনা সৈয়দ তারেক, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী ফারুক আহমেদ, সহযোগী অধ্যাপক মো. শওকত আলী, সহযোগী অধ্যাপক শাহনাজ পারভীন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সালেহা ইয়াসমিন।
তিনি আরও বলেন, আমরা সকালেই কলেজে তাদের স্বাগত জানিয়েছি। প্রত্যাশা করছি, অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়া শিক্ষকগণ কলেজের শিক্ষা কার্যক্রমের উন্নতিতে আগের চেয়ে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারবেন।
এর আগে গতকাল সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৬৮৬ জন কর্মকর্তাকে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে দেশের বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকরা রয়েছেন। এর মধ্যে অর্থনীতি বিভাগের ৩৮ জন, আরবি বিভাগের ২ জন, ইসলামিক শিক্ষা বিভাগের ১৩ জন, ইসলামের ইতিহাস বিভাগের ৩৭ জন, ইংরেজি বিভাগের ৫৯ জন, ইতিহাস বিভাগের ৩৪ জন, উদ্ভিদবিদ্যা বিভাগের ৩৪ জন, গার্হস্থ্য বিভাগের ২ জন, গণিত বিভাগের ৩০ জন, দর্শন বিভাগের ৩৩ জন, পদার্থবিদ্যা বিভাগের ৩৬ জন, পরিসংখ্যান বিভাগের ৪ জন, প্রাণিবিদ্যা বিভাগের ৩৭ জন, বাংলা বিভাগের ৬১ জন, ব্যবস্থাপনা বিভাগের ৪৮ জন, ভূগোল বিভাগের ১৮ জন, মার্কেটিং বিভাগের ১ জন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ১ জন, মনোবিজ্ঞান বিভাগের ৭ জন, রসায়ন বিভাগের ৪২ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৬৫ জন, সমাজ কল্যাণ বিভাগের ১৪ জন, সমাজবিজ্ঞান বিভাগের ১৬ জন, হিসাববিজ্ঞান বিভাগের ৪৭ জন এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজের বাংলা বিভাগের ১ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ জন, ইতিহাস বিভাগের ১ জন, বিজ্ঞান বিভাগের ১ জন, গণিত বিভাগের ১ জন ও গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং বিভাগের ১ জন সহযোগী অধ্যাপক পদ থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।
আরএইচটি/এসকেডি