সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদোন্নতির তালিকা প্রকাশ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন দপ্তর/শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের পদোন্নতির লক্ষ্যে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের শূন্যপদে পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে৷
বুধবার (১ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ শিক্ষা) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন দপ্তর/শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের পদোন্নতির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী “সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার” পদে পদোন্নতির লক্ষ্যে খসড়া জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করা হলো। প্রস্তুতকৃত তালিকা সংশোধনের লক্ষ্যে ৩০ (ত্রিশ) কর্মদিবস মাউশির ওয়েব সাইটে থাকবে। প্রকাশিত তালিকার বিষয়ে কোন আপত্তি, অভিযোগ, পরামর্শ থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে পরবর্তী ৩০ (ত্রিশ) কর্ম দিবসের মধ্যে লিখিতভাবে তথ্য প্রমাণাদি প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়নসহ ডাকযোগে /বিশেষ বাহক মারফত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা এর পত্র গ্রহণ শাখায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খসড়া জ্যেষ্ঠতা তালিকার বিষয়ে যে কোন তথ্য প্রেরণের ক্ষেত্রে পত্রের স্মারক ও সংযুক্ত তথ্য ছকের প্রথম কলামের ক্রমিক নং খাম/অগ্রায়নপত্রের উপরে অবশ্যই উল্লেখ করে ৩ (তিন) সেট কাগজপত্র প্রেরণ করতে হবে।
এমএম/এসকেডি