প্রাথমিকে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংযুক্তিতে বদলি আদেশ বাতিল
নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের স্বার্থে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের সব ধরনের শিক্ষকের সংযুক্তিতে বদলি আদেশ বাতিল করা হয়েছে।
এ সংক্রান্ত একটি অফিস আদেশ গত ৮ ডিসেম্বর জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বিদ্যালয়-২) মোহাম্মদ কবির উদ্দীন ওই আদেশে স্বাক্ষর করেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন উপ-সচিব (বিদ্যালয়-২) মোহাম্মদ কবির উদ্দীন।
জারি করা আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের ভারসাম্যহীনতা হ্রাস, বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও প্রয়োজনীয়তার নিরিখে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের স্বার্থে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের (৩ পার্বত্য জেলা ব্যতীত) সব ধরনের শিক্ষকের সংযুক্তিতে বদলি আদেশ বাতিল করা হলো।
আরও পড়ুনন : প্রাথমিকে শিক্ষক নিয়োগে পদ সংখ্যা বাড়ছে
সংযুক্তিকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১৫ ডিসেম্বরের মধ্যে মূল কর্মস্থলে যোগদান করবেন। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা বর্ণিত শিক্ষকদের যোগদানের তথ্যসহ প্রতিবেদন মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর ২০ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে পাঠাবেন।
এমএম/এসকেডি