দিনাজপুর বোর্ড : স্থগিত ৪ পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ
প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া চারটি বিষয়ের পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এক দফা রুটিন প্রকাশের পর তা আবার সংশোধন করে প্রকাশ করে দিনাজপুর শিক্ষা বোর্ড। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলামের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংশোধিত রুটিন অনুযায়ী, দিনাজপুর শিক্ষা বোর্ডের গণিত পরীক্ষা হবে ১০ অক্টোবর, ১১ অক্টোবর হবে কৃষি শিক্ষা। এছাড়া, রসায়ন পরীক্ষা হবে ১৩ অক্টোবর এবং ১৫ অক্টোবর হবে পদার্থবিজ্ঞান। সব পরীক্ষাই বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যবহারিক পরীক্ষাগুলো ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সময়সূচি অনুযায়ী সেগুলো ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে।
এএজে/এমএইচএস