বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিয়ে মন্তব্য দিতে নারাজ ইউজিসি
ছাত্রলীগের কমিটি ঘোষণার পর থেকেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। এখানে ছাত্ররাজনীতি চালু হলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে বলে মত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। এ কারণে তারা চান না ক্যাম্পাসে ছাত্রলীগসহ অন্য কোনো দলীয় রাজনীতির চর্চা হোক।
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বলছে, সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো এখানে কোনো সংঘাত হবে না। তাই রাজনীতি করার অধিকার তাদের দিতে হবে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের সাফ কথা, কোনোভাবেই ক্যাম্পাসে রাজনীতি করার অনুমতি দেওয়া হবে না।
এ নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছে ঢাকা পোস্ট। তবে কেউই এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।
প্রথম ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হয়। তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মো. ওমর ফারুকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
মো. ওমর ফারুকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘ইউজিসি সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করবে’।
এর বাইরে কিছু বলতে চাননি তিনি। তার পরামর্শ, এই বিষয়ে চেয়ারম্যান ভালো বলতে পারবে।
এই বিষয়ে জানতে চাইলে ইউজিসি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক দিল আফরোজা বেগম বলেন, এই বিষয়ে কোনো মন্তব্য করব না।
এএজে/এসকেডি