এআইইউবি ও তুরস্কের ইউএসবি সার্টিফিকেশনের মধ্যে সমঝোতা
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং তুরস্কের ইউএসবি সার্টিফিকেশনের মধ্যে একটি টেক্সটাইল এবং ফেব্রিক টেস্টিং ল্যাবরেটরি প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
সম্প্রতি এআইইউবি ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
ইউএসবি সার্টিফিকেশনের নিবন্ধিত অফিস তুরস্কের ইজমির শহরে অবস্থিত যারা মূলত পোশাক, খাদ্য ও কৃষি শিল্পের আন্তর্জাতিক অডিটিং, সার্টিফিকেশন এবং পরিদর্শনের জন্য পরিষেবা দিয়ে থাকে। এই ল্যাবেরটরি স্থাপনের মধ্য দিয়ে এআইইউবি এবং ইউএসবি সার্টিফিকেশন বিভিন্ন সেক্টরে সহযোগিতামূলক গবেষণা এবং উন্নয়নে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করবে। সমঝোতা স্মারকটির চুক্তির মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বৈধ থাকবে।
এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান এবং ইউএসবি সার্টিফিকেশনের প্রতিষ্ঠাতা ও মহাব্যবস্থাপক নেসরিন সেরিন উভয়ই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেডএস