বিশ্ববিদ্যালয়ের হল খোলার বিষয়ে সিদ্ধান্ত ৫-৬ দিনের মধ্যে
বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার বিষয়ে ৫-৬ দিনের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি দেখে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার ব্যাপারে ৫-৬ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে আগামী ২৪ মে (সোমবার) থেকে বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, সব শ্রেণিকক্ষ খোলার আগে যথারীতি অনলাইনে ক্লাস চলবে। আবাসিক হলগুলো খোলার আগে শিক্ষক-কর্মচারীদের টিকা দেওয়া হবে।
করোনা পরিস্থিতি সর্ম্পকে মন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় অনেক দেশের তুলনায় বাংলাদেশ বেশ সাফল্য অর্জন করেছে। সংক্রমণের হার কমে আসছে। টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে বড় সাফল্য দেখছি।
করোনার প্রাদুর্ভাব রুখতে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে দেশে করোনার প্রাদুর্ভাব কমতে শুরু করায় চলতি বছরের শুরু থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি উঠতে থাকে বিভিন্ন মহল থেকে। এ নিয়ে আন্দোলনে নামেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদিকে হল ও ক্যাম্পাস খোলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। সোমবার দুপুর ১২টার দিকে স্লোগান দিতে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ঢুকে পড়েন একদল শিক্ষার্থী। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। একই সময় আরেক একদল শিক্ষার্থী হল মাঠে ক্রিকেট খেলা শুরু করেন।
এনএম/এইচকে