পদোন্নতি পেলেন সরকারি মাধ্যমিকের ২৩৩ শিক্ষক-কর্মকর্তা
সরকারি মাধ্যমিকের ২৩৩ জন শিক্ষক-কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ জুন) মন্ত্রণালয় পদোন্নতি সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ-শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ প্রজ্ঞাপন জারির আগে কোনো শিক্ষক/কর্মকর্তা অবসরোত্তর ছুটি ও মৃত্যুবরণ করলে এ আদেশ তাদের জন্য কার্যকর হবে না।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছিলেন, পদোন্নতিযোগ্য ৪২৩ জন শিক্ষকের তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে অনেকের চাকরি জীবনে সমস্যা ও বার্ষিক গোপনীয় অনুবেদনে (এসিআর) সমস্যা থাকায় ডিপিসি সভায় অনেকেই পদোন্নতিযোগ্য হতে পারেননি। সর্বশেষ সভায় ২৩৪ জনের পদোন্নতি দেয়ার বিষয়টি চূড়ান্ত হয়।
কিন্তু আজ শিক্ষা মন্ত্রণালয় ২৩৩ জনের পদোন্নতি দিয়ে তালিকা প্রকাশ করল।
এএজে/আরএইচ