বশেমুরপ্রবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুরাদ চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল হক রনি বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর যদি এ অবস্থা হয় তাহলে ভাবুন দেশের বাকি নারীদের কী অবস্থা? কেমন অনিশ্চিত অনিরাপদ জীবনযাপন করছে তারা। আমি এ ঘটনার দ্রুত তদন্ত সাপেক্ষে বিচার চাই।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, এই বিক্ষোভ মিছিল করে আমরা বলছি না বিপ্লব ঘটে গেল, কিংবা আগামীকাল থেকে আর কোনো নারী ধর্ষিত কিংবা হয়রানির শিকার হবে না। আমরা শুধু এটাই বলতে চাই আমরা সবসময় ন্যাক্কারজনক কর্মকাণ্ডের বিপক্ষে। আমরা একটা রাষ্ট্র চাই, যেখানে প্রতিটি নাগরিক স্বাধীনভাবে বসবাস করবে, প্রতিটি মানুষ নিরাপদ থাকবে এবং এজন্য যতবার আন্দোলনে নামতে হবে ততবারই নামব।
সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঐন্দ্রিলা মজুমদার অর্ণা বলেন, আজ দেশ কালো চাদরে ঢাকা পড়েছে। দিনের পর দিন নারী হয়রানি বেড়েই চলছে। মানুষ হিসেবে যে দায়ভার আছে সেই দায়ভার থেকে আমি আজকের বিক্ষোভে অংশগ্রহণ করেছি। এই ন্যাক্কারজনক দুটি ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠে। আর এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়টি।
মো. আলকামা/এমএএস