শেয়ার কেনার প্রবণতা বাড়লেও কমেছে লেনদেন
বিক্রির পরিবর্তে শেয়ার কেনার প্রবণতা বাড়ায় টানা ছয় কার্যদিবস দরপতনের পর সোমবার (২৯ নভেম্বর) ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। তবে এদিন লেনদেন আরও কমে ৭শ কোটির ঘরে নেমে এসেছে।
দিনভর সূচক ওঠানামা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৩৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও।
ডিএসইর তথ্য মতে, আজ বাজারে লেনদেন হওয়া ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৩৮টির, কমেছে ৮৯টির, অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ২১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়েছে। তবে ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ৮ পয়েন্ট।
এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে ১২৮ কোটি টাকা কমে ৭০৮ কোটি ১৮ লাখ ৯৬ হাজার টাকা লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৩৭ কোটি ১০ লাখ ৩ হাজার।
রোববার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, জেনেক্স ইনফোসেস, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক,
ডেল্টা লাইফ, প্যারামাউন্ট টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ফরচুন সুজ এবং এএফসিঅ্যাগ্রো বায়োটেক লিমিটেড।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৮৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫০টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি শেয়ারের দাম।
এ বাজারে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৭৫ লাখ ৭১ হাজার ৮৯৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৮৭ হাজার ২১৭ টাকা।
এমআই/জেডএস