বিমার চমকে পুঁজিবাজারে উত্থান
টানা দু’দিন দরপতনের পর বিমা খাতের চমকে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। ফলে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৯ জুলাই) দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৬ পয়েন্ট।
সূচকের পাশাপাশি দাম কমার বিপরীতে বেড়েছে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে লেনদেনের পরিমাণ। তার আগে সোমবার (১৭ জুলাই) ও মঙ্গলবার (১৮ জুলাই) দু’দিন পুঁজিবাজারে দরপতন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন বাজারের ৫৭টি বিমা কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৪৭টির। তার বিপরীতে দাম কমেছে একটির আর অপরিবর্তিত রয়েছে নয়টি কোম্পানির শেয়ারের দাম।
অন্যদিকে বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৫টির। এছাড়া কমেছে তিনটির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম। এছাড়া প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১২টির। আর কমেছে সাতটির। এছাড়া অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম। বিমা খাতের পাশাপাশি বস্ত্র ও প্রকৌশল খাতের শেয়ারের দাম বৃদ্ধি সূচক বৃদ্ধিতে বড় অবদান রেখেছে।
ডিএসইর তথ্য মতে, আজ (বুধবার) বাজারে ৩৬৬টি প্রতিষ্ঠানের মোট ২২ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৭৮৮টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮৭৭ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৪৪ কোটি ৫৬ লাখ ১৮ হাজার টাকা।
এদিন দাম বেড়েছে ১১৬টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ৬৫টির, আর অপরিবর্তিত রয়েছে ১৮৫টির।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৬৬ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৮৭ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দুই দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২০০ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পার শেয়ার। পরের তালিকায় রয়েছে আরডি ফুডের শেয়ার।
এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক, ইয়াকিন পলিমার, ডেল্টা লাইফ, ওয়েস্টার্ন মেরিন শিপিয়ার্ড, এডভেন্ট ফার্মা ও বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ার।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮০ পয়েন্টে। এদিন সিএসইতে ২১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ৫৪টির ও অপরিবর্তিত রয়েছে ৮২টির দাম।
আজ দিন শেষে সিএসইতে ১০ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার ৮৬৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২১২ টাকার শেয়ার।
এমআই/কেএ