আবারও পুঁজিবাজারে লেনদেন ৩০০ কোটির নিচে
শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৯ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
এর ফলে বৃহস্পতিবার সূচক বৃদ্ধির পর রোববার পুঁজিবাজারে দরপতন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ২৮৫ কোটি টাকা। যা গত এক মাস ১১ দিনের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত ৮ জানুয়ারি ডিএসইতে লেনদেন হয়েছিল ২৮৪ কোটি ২০ লাখ ৩ হাজার টাকা।
ডিএসইর তথ্যমতে, রোববার বাজারটিতে ৩০৮টি প্রতিষ্ঠানের ৩ কোটি ৭১ লাখ ৭৯ হাজার ৯৪২টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ২৮৫ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৩৩ লাখ ১ হাজার টাকা।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ১৮টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১৪৮টির, আর অপরিবর্তিত রয়েছে ১৩২টি কোম্পানির শেয়ারের দাম।
অধিকাংশ খাতের শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২২৭ পয়েন্টে।
ডিএসইএস শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৪ দশমিক ৪২ পয়েন্ট কমে ১ হাজার ৩৬২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ দশমিক ৬৮ পয়েন্ট কমে ২ হাজার ২২১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, শাইনপুকুর সিরামিকস, জেনেক্স ইনফোসিস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স ফুটওয়ার, জেমিনি সি ফুড, রয়েল টিউলিপ সি পার্ল, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মা এবং মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল লিমিটেড।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৮৩ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৪৯ লাখ ৫১ হাজার ৯২৬ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ৬৫ টাকার শেয়ার।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১২৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১২টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৬২টির ও ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে।
এমআই/জেডএস