রোববার বন্ধ পুঁজিবাজার
খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর (রোববার) বন্ধ থাকবে পুঁজিবাজার। এদিন পুঁজিবাজারের লেনদেন ও সব কার্যক্রমই বন্ধ থাকবে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ মহাব্যবস্থাপক শফিকুর রহমান।
তিনি বলেন, সরকারি ছুটি উপলক্ষে রোববার পুঁজিবাজার বন্ধ থাকবে। তবে তার পরদিন সোমবার সকালে যথারীতি সময় লেনদেন শুরু হবে।
একই তথ্য জানিয়েছেন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক।
তিনি বলেন, সোমবার থেকে সকাল দশটা থেকে লেনদেন শুরু হবে, লেনদেন শেষ হবে দুপুর ২টা ৪০ মিনিটে। এর মধ্যে সর্বশেষ ১০ মিনিট লেনদেন হবে পোস্ট ক্লোজিং সেশনের।
এদিকে একদিন উত্থান আর চারদিন সূচকের পতনের মধ্য দিয়ে ডিসেম্বর মাসের আরও একটি সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। আলোচিত এই সপ্তাহে লেনদেন, সূচক এবং অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাতে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে ২ হাজার ৮৮৭ কোটি ৩২ লাখ ৮১ হাজার ৭৩৭ টাকা। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।
গত সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৭২৭ কোটি টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬১ হাজার ৬০ কোটি টাকা। অর্থাৎ টাকার অংকে পুঁজি কমেছে ২৬৬৭ কোটি টাকা। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধারা দেখা গেছে।
এমআই/এসএম