প্রথম ২ ঘণ্টায় বড় দরপতন পুঁজিবাজারে
প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি, ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রায় সব শেয়ারের দাম কমায় ভয়াবহ দরপতনের মুখে পড়েছে পুঁজিবাজার। শেয়ার কেনার চেয়ে বিনিয়োগকারীদের বিক্রির হিড়িক পড়ায় লেনদেনের প্রথম দুই ঘণ্টায় সূচক কমেছে। লেনদেনে ধীরগতি দেখা দিয়েছে।
সোমবার (১৮ জুলাই) লেনদেনের প্রথম দুই ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৭২ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৬৫ পয়েন্ট।
ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়ে ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৩৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।
এতে প্রথম দুই ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭২ পয়েন্ট কমে ৬ হাজার ২৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ১২ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২৫ দশমিক ৪২ পয়েন্ট কমেছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৩ কোটি ২৯ লাখ ৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২০৭ কোটি ৭৫ লাখ ৯ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৫ কোটি ৯ লাখ ৬৩ হাজার ৮১৯ হাজার টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ কোটি ৬১ লাখ ৬৪৯ হাজার টাকা।
সিএসইতে দিনের প্রথম দুই ঘণ্টায় ২১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।
এমআই/এসএম