চলতি মাসে সর্বোচ্চ লেনদেন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিশেষ উদ্যোগের ফলে থেমেছে দরপতন। সক্রিয় হচ্ছেন বিনিয়োগকারীরা। তাই বাড়ছে লেনদেন।
ফলে নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ এপ্রিল) সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন উভয় বাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে।
এর মধ্যে ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৯শ কোটি টাকা। যা চলতি মাসের মধ্যে সর্বোচ্চ। এর ফলে গত সপ্তাহের রোববার ও সোমবার দরপতনের পর টানা চারদিন পুঁজিবাজারে উত্থান হলো।
সম্প্রতি বেশ কিছুদিন দরপতনের ধারায় ছিল দেশের পুঁজিবাজার। পতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা প্রথমে শেয়ারের দাম কমার সর্বোচ্চ সীমা (সার্কিট ব্রেকার) ২ শতাংশ পর্যন্ত আরোপ করে। এই উদ্যোগের ফলে দরপতনের প্রবণতা কমে, তবে লেনদেন তলানিতে চলে আসে।
এরপর গত সপ্তাহে বিএসইসি সার্কিট ব্রেকারে আরেকটি পরিবর্তন আনে। শেয়ারের দাম কমার নিম্নসীমা ২ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ সার্কিট ব্রেকার আরোপ করা হয়। এরপর থেকে বাড়তে থাকে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য মতে, রোববার ডিএসইতে ৩৮১টি প্রতিষ্ঠানের ২০ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৬২১টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২০০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪২টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ৩ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ৮ দশমিক ৫ পয়েন্ট।
রোববার ডিএসইতে ৮৯৫ কোটি ৮৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৫৪ কোটি ৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার।
শুধু তাই নয়, আজ চলতি মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ডিএসইতে। এর আগে গত ৩১ মার্চ ডিএসইতে সর্বোচ্চ ১ হাজার ১১৬ কোটি ৯৪ লাখ লেনদেন হয়েছিল।
এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর লেনদেন হয় আইপিডিসি, ওরিয়ন ফার্মা, বিএসসি, ফরচুন সুজ, জেএমআই হসপিটাল, বিডিকম, বিবিএস, স্কয়ার ফার্মা এবং ডরিন পাওয়ার লিমিটেড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ বাজারে ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৪টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৪টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির। ৪০ কোটি ৪৪ লাখ ৫৪ হাজার ৯৬৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩২ কোটি ৪১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকার শেয়ার।
এমআই/জেডএস