‘সুখবরে’ বাড়ল বিএটিবিসির শেয়ারের দাম
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের (বিএটিবিসি) কাছে মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক বাবদ প্রায় দুই হাজার কোটি টাকা চেয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। উচ্চ আদালত এনবিআরের আবেদন খারিজ করে দিয়েছেন। এ খবরে পুঁজিবাজারে বেড়েছে বিএটিসিবির শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, রোববার লেনদেনের শুরুতে বিএটিসিবির শেয়ারের দাম ছিল ৬৫০ টাকা ৮০পয়সা। পরে সেই শেয়ার ২১ টাকা ৬০ পয়সা বেড়ে লেনদেন হয়েছে ৬৭২ টাকা ৪০ পয়সায়। ৩ দশমিক ৩২ শতাংশ দাম বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
১৯৭৭ সালে তালিকাভুক্ত কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে কোম্পানির ৭২ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১১ দশমিক ৯৪ শতাংশ শেয়ার। এছাড়া, সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬ দশমিক ৪১ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৮ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে। আর সরকারি প্রতিষ্ঠানের হাতে রয়েছে দশমিক ৬৪ শতাংশ শেয়ার।
কোম্পানি কর্তৃপক্ষ বলছে, ২০১৩ সালের ২৩ নভেম্বর এনবিআর তাদের কাছ থেকে ১ হাজার ৯২৪ কোটি টাকা দাবি করে। ২০১৬ সালের ১২ এপ্রিল এ দাবির বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়। এরপর এনবিআরের আদেশের ওপর স্থগিতাদেশ দেয়া হয়। সুপ্রিম কোর্ট ২০১৮ সালের ২৫ জুলাই বিএটিবিসির পক্ষে রায় দেন।
এরপর এনবিআর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রায়ের বিরুদ্ধে সরকার রিভিউ আবেদন করে। গত বৃহস্পতিবার এনবিআরের আবেদনটি আপিল বিভাগ চূড়ান্তভাবে খারিজ করে দিয়েছেন। এতে কোম্পানির প্রায় দুই হাজার কোটি টাকা বেঁচে গেল। এ
কোম্পানিটির সচিব আজিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে আমাদের কোম্পানির রিজার্ভ সারপ্লাস রয়েছে ২ হাজার ৮৬৮ কোটি ৩ লাখ টাকা। এনবিআরের আবেদন খারিজের ফলে লভ্যাংশ কোম্পানির হাতে থাকল।
এমআই/আরএইচ